হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা এস. এম. ফজলুল হক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ১ নং চসিক জালালাবাদ, হাটহাজারী পৌরসভা, মির্জাপুর ও ধলই ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এস এম ফজলুল হক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ।” এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। পূজা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, তাই তাদের...