০১ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম সুখবর পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো ঠাঁই পেলেন ভারতের ধনকুবেরের তালিকায়। বুধবার (১ অক্টোবর) হুরুনের তরফে প্রকাশিত হয়েছে ভারতের শীর্ষ ধনকুবেরদের তালিকা। ১২ হাজার ৪৯০ কোটি রুপি নিয়ে তালিকায় ঠাঁই করে নিয়েছেন শাহরুখ। শীর্ষ ধনীর সিংহাসন ধরে রাখতে সফল হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি রুপি। হুরুন ধনী তালিকা ২০২৫ অনুযায়ী, ভারতে ধনকুবেরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০। গত ১৩ বছরে ধনকুবেরদের সংখ্যা এক লাফে ছয় গুণ বেড়েছে। দেশের ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৬৭ লক্ষ কোটি। যা জিডিপির অর্ধেকের কাছাকাছি। শীর্ষ ধনীর সিংহাসন ধরে রেখেছেন মুকেশ আম্বানি। ধীরুভাই আম্বানির বড় ছেলের পারিবারিক সম্পদের পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন...