০১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১৭০০০ জন বৌদ্ধ ধর্মাবলম্বী জনসাধারণ বসবাস করছে। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আগামী ৬ অক্টোবর থেকে এ উৎসবটি পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (১ অক্টোবর) বৌদ্ধদের এ অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে পালনের লক্ষ্যে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদরের প্রশিক্ষণ মাঠে জোন কমান্ডারের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ১৫টি প্রবারণা উদযাপন কমিটির সদস্যদের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয়রা জানায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তথা বিজিবি-র পক্ষ থেকে প্রদত্ত এ অনুদানের মাধ্যমে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করতে সহায়ক হবে। মতবিনিময় সভায় দায়িত্বপূর্ণ এলাকার প্রবারণা উদযাপন কমিটির...