বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধপত্র, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য ভোগ্যপণ্যের খরচ- সবই দফায় দফায় বেড়ে যাচ্ছে। বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানও এই বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে। জরিপে দেখা গেছে, সাধারণ মানুষ ভবিষ্যতের জন্য কোনো আশার আলো দেখছেন না। দুশ্চিন্তা শুধু খাবার বা পোশাকের দামের সঙ্গে সীমাবদ্ধ নয়; মানুষের মধ্যে চিকিৎসা ব্যয়, ঋণ পরিশোধ এবং দৈনন্দিন জীবনের আর্থিক দায়ও একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ আজকাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট পাচ্ছেন। ধনবান শ্রেণি তুলনামূলকভাবে সুবিধাভোগী হলেও, সাধারণ মানুষ প্রতি মাসে বাড়তি ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। বাজারে চাল, ডাল, তেল, লবণ ও শাকসবজির দাম এমনভাবে বাড়ছে যে স্বাভাবিক জীবনধারা বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। অনেকে এখন...