দেশে যে কোনো পণ্যের ব্যবসা করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স নিতে হয়। এই লাইসেন্স নিতে দিতে হয় আবেদন, টেস্ট ফিসহ নানা ধরনের ফি। তবে ব্যবসায়ীদের বেশি ভোগায় ‘সার্টিফিকেশন মার্ক ফি’, যা পণ্যের উৎপাদন বা বিক্রির ওপর প্রতি বছর হিসাবে দিতে হয়। পণ্যের লাইসেন্স পেতে ঘুস-হয়রানির অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। এত এত ফির চাপে অনেক উদ্যোক্তা ব্যবসা টিকিয়ে রাখতে পারছেন না। লোকসানের মুখে প্রতিষ্ঠান গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা। পাশাপাশি এতে দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিপণ্য বহুমুখীকরণ। বেশ কয়েকজন ছোট-বড় প্রতিষ্ঠান মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্য ও সেবার মান প্রণয়নকারী এ প্রতিষ্ঠান নানান কৌশলে নিচ্ছে অতিরিক্ত ফি। বেশকিছু ফি অযৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ফির হার বিশ্বের অন্য দেশের তুলনায় অনেক বেশি।...