রিমান্ড শেষে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ (৫৫) দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই অভ্যুত্থানের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে আলোচনায় আসেন মুক্তি। ছয়দিনের রিমান্ড শেষে বুধবার (১ অক্টোবর) আসামিদের আদালতে উপস্থিত করা হলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ। এদিন কারাগারে যাওয়াব অপর আসামি হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোজাম্মেল হক (৬৭)। এর আগে ২৫ সেপ্টেম্বর একই আদালত দুই আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানার ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পার্শ্বে সেতুর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল...