সৈয়দ মুজতবা আলী ও মুহম্মদ এনামুল হকের দুটি ঐতিহাসিক লেখারই প্রথম প্রকাশের তথ্য উদ্ধৃতিসহ লিপিবদ্ধ করেছিলাম বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাময়িকপত্র বিষয়ক বইগুলোতে । পঁচিশ-ত্রিশ বছর পর দুটি লেখার তথ্য যাচাই করতে গিয়ে এবং দুইজন বাঙালি মনস্বী লেখকের দার্শনিক চিন্তার ঐক্য দেখে হতবাক হয়ে গেলাম। দুটি লেখারই সময়কাল ১৯৪৭ সালের ১৪ আগস্টের দেড়-দুই মাসের মধ্যে। সৈয়দ মুজতবা আলীর লেখাটি ৯ নভেম্বর ১৯৪৭ তারিখের সিলেটের “কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে’’র ১১ বর্ষের নির্ধারিত তৃতীয় সাহিত্য সভায় প্রদত্ত একটি বক্তৃতা। পাকিস্তানের রাষ্ট্রভাষা সংক্রান্ত ওই আলোচনা সভার সভাপতি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় লেথক ও বুদ্ধিজীবী মুহম্মদ মুসলিম চৌধুরী । তিনিও “পাকিস্তানের রাষ্ট্রভাষা” শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। সৈয়দ মুজতবা আলীর লেখা পড়বার সময়ে উর্দূপন্থিরা হইচই বিশৃঙ্খলার সৃষ্টি করেন এবং একপর্যায়ে তাকে পড়াটি স্থগিত করতে হয়।...