ইরান ও তুরস্ক কুজেহরাশ সীমান্ত ক্রসিং উদ্বোধনের বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সালমাস শহরের কাছে অবস্থিত এই সীমান্তটি হবে দুই প্রতিবেশী দেশের মধ্যে চতুর্থ সরকারি স্থলবন্দর। পশ্চিম আজারবাইজান প্রদেশের সড়ক রক্ষণাবেক্ষণ ও পরিবহন সংস্থার মহাপরিচালক জানান, কুজেহরাশ সীমান্ত ক্রসিংয়ের সঠিক অবস্থান নিয়ে তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বর ৩০ তারিখে কুজেহরাশের প্রস্তাবিত স্থানে স্থানীয় কর্মকর্তা ও তুরস্কের প্রযুক্তিগত প্রতিনিধিদের উপস্থিতিতে দেওয়া এক বক্তব্যে আরসালান শোকরি বলেন, নতুন টার্মিনালের জন্য সমীক্ষা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘শুধু চূড়ান্ত স্থান নির্ধারণ বাকি ছিল, আর আজকের সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে এবং চুক্তি সম্পন্ন হয়েছে।’ শোকরির মতে, উভয় পক্ষ একমত হয়েছে যে সীমান্তের দুই পাশে অভিন্ন ও যৌথ গেট নির্মাণ...