বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (রোববার) রাতে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন মুহতামিম মাওলানা শাইখুল হাদীস আল্লামা আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনিচুর রহমান শরীফ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবুল বাশার, সহকারী পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবদুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর...