ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শেষ মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অপরের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বিল প্রত্যাখ্যান করার কারণেই এমন শাটডাউনে চলে গেছে মার্কিন সরকার। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাস করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই শাটডাউন শুরু হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমেরিকায় ২০১৮ সালের পর এটিই প্রথম সরকারি শাটডাউন। ফলে এখন লাখো কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে। এতে অক্টোবর ও পরবর্তী সময়ের সরকারি কার্যক্রমে অর্থায়ন প্রভাবিত হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই শাটডাউনের কারণে বিমান ভ্রমণ থেকে শুরু করে জাতীয় উদ্যান ভ্রমণ পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই রাজনৈতিক অচলাবস্থার কারণে ফেডারেল কর্মীদের ৪০%—অর্থাৎ প্রায় ৮ লাখ...