আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বহনকারী এই বহরটি বর্তমানে গাজার কাছাকাছি পৌঁছে গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা—এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত এই ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ত্রাণসামগ্রীতে পূর্ণ ৫৫টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয়। এই জাহাজগুলোতে ৪৪টি দেশের নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে আছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর অভিযানের পর গাজায় পৌঁছানো ত্রাণ বহরগুলোর মধ্যে ফ্লোটিলার এই বহরটি সবচেয়ে বড়। ওয়ায়েল নাওয়ার জানান, বহরের নেতৃত্ব দেওয়া জাহাজটির নাম...