দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। রাজধানীতে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি রাজধানীতে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি ঢাকায় ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী সিরাত ২০২৫-এর উদ্বোধন শেষে প্রতীকীরূপে মহানবি (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরে মাটির ঘর, খেঁজুর পাতার ছাওনি, তৈজসপত্র এবং প্রিয় খাবার প্রদর্শনী ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তবর্তী দুই হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তার...