ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে। এই নৌবহরে মোট ৪৫টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তা প্রদানের জন্য। বাকীগুলো ত্রাণবাহী। এ যাত্রায় স্বেচ্ছাসেবী রয়েছে ৪৯৭ জন। বহুজাতিক এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী ও প্রতিনিধি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, বেশ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জোয়েলিভিলে ম্যান্ডেলা। এদিকে গাজামুখী ফ্লোটিলা থামানোর অঙ্গীকার করেছে ইসরাইল। তাদের দাবি, স্বেচ্ছাসেবীরা একটি ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।’ তবে আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলে—মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর...