নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রামে প্রতিটি পূজামণ্ডপে শত শত ভক্ত নবমীর অঞ্জলী নিয়ে ভিড় করেন। চট্টগ্রাম মহানগরীতে প্রঘট পূজামণ্ডপসহ ২৯২টি মণ্ডপে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীর পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে শত শত ভক্ত নবমীর অঞ্জলী নিয়ে ভিড় করছেন। চট্টগ্রাম মহানগরীতে জেএম সেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ এবার পূজামণ্ডপের সংখ্যা ২৯২টি। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ২ হাজার ২০২টি মণ্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। এর মধ্যে প্রতিমা মণ্ডপের সংখ্যা ১ হাজার ৫৮৫টি এবং ঘটপূজার সংখ্যা ৬১৭টি।আরো পড়ুন:ঢাকা জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শনছুটিতে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ আজ বুধবার (১ অক্টোবর) মহানবমী তিথিতে মা দুর্গা পূজিত হয়েছেন দেবী সিদ্ধিদাত্রী রূপে। শাস্ত্রে আছে, দেবী এই রূপে ভক্তদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণ এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন।...