বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রণীত ‘এনডিসি ৩.০’ (থার্ড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন) এর কেন্দ্রে শিশু ও তরুণদের যুক্ত করায় সরকারের প্রশংসা করেছে জানিয়েছে ইউনিসেফ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, জাতীয় এই জলবায়ু পরিকল্পনা শুধু উচ্চাভিলাষী কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন ও সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছে না, বরং শিশুদের অধিকার সুরক্ষার জন্য দৃঢ় অঙ্গীকার করছে। জোরালোভাবে শিশু ও তরুণদের ক্ষমতায়নের কথা বলছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “এই প্রথমবারের মত শিশু ও তরুণদের বিষয়টি শুধু স্বীকার করে নেওয়া হয়নি, বরং দেশের জলবায়ু রোডম্যাপ (রূপরেখা) নির্ধারণে তাদের মতামত ও অগ্রাধিকারকে সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তাদের জীবন-অভিজ্ঞতাকে জাতীয় সিদ্ধান্তগ্রহণের কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তিনি...