কুড়িগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ। বুধবার দুপুরে কুড়িগ্রাম দক্ষিণপাড়া মন্দির পূজা মণ্ডপে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন ডা. আতিক মুজাহিদ। তিনি বলেন, “আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি সারাদেশে মন্দির পর্যবেক্ষণ কমিটি দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সমৃদ্ধির জন্য সম্প্রীতির কোন বিকল্প নেই। যুগে যুগে ধরে যে সম্প্রীতি রয়েছে, সেটা আমরা রক্ষা করতে চাই। ধর্মীয় স্বাধীনতা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আমরা গত চরদিন ধরে দিন-রাত চেষ্টা করে শতাধিক দূর্গা মন্দির পরিদর্শন করেছি।” তিনি আরও বলেন, “আমরা ২০২৩ সালে ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট দেখেছি, এবং ২০২৪ সালেও আমরা লক্ষ্য করেছি যে যারা এই সময়ে নিজেকে হিন্দু দাবি করতেন, তাদের সময়ে মানে শেখ হাসিনার সময় প্রায় ৪৩টি মন্দির...