কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার রাবার বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মৃতের এক পায়ের ওপর অপর পা তুলে রাখা ছিল এবং গাছের সঙ্গে গলা রশি দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। মৃত ব্যক্তিকে এলাকার কেউ চেনে না। ধারণা করা হচ্ছে, হয়তো বাহিরে কোথাও এই ব্যক্তিকে হত্যার পর, এখানে এনে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।রামু থানার ওসি মো. আরিফ হোসাইন...