সাম্প্রতিক বছরে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে দিন কেটেছে চিত্রনায়িকা পরী মণির। মাঝেমধ্যেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কখনও সপরিবারেও তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এবার দেখা গেল দুই সন্তানকে নিয়ে বোরকা পরে হাসপাতালে ছুটলেন এ নায়িকা। মূলত দুই সন্তানকে টিকা দিতেই হাসপাতালে গেছেন পরী মণি। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। গাড়িতে বসে দুই সন্তান রাজ্য ও প্রিয়মের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। ভিডিওতে উঠে এসেছে হাসপাতালের চিত্রও। সামাজিকমাধ্যম ফেসবুকে আজ বুধবার প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে!’ মন্তব্যঘরে ভক্তদের প্রশংসায় ভেসেছেন পরী...