০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় গণপিটুনিতে নবী (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে জনৈক ইলিয়াসের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত নবী আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুআন্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে। আহতরা হলেন-কুলসুম বেগম(৪০), তার ছেলে নাঈম মিয়া(১৮), প্রতিবেশী ফারুক মিয়া(৪৫), আবুল হোসেন(২৮)। তারা সবাই আড়াইহাজার দড়ি বিশনন্দী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে বৃষ্টি শুরু হলে রান্না ঘরের চুলা ঢেকে দেওয়ার জন্য ইলিয়াসের স্ত্রী কুলসুম বেগম(৪০) ঘুম থেকে উঠে সেখানে যায়। এ সময় রান্নাঘরে ৩-৪ জন লোক দেখলে ডাকাত ডাকাত বলে চিৎকার দেয় তার স্ত্রী।...