০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম বিক্ষোভের আগুনে দাউদাউ করে জ্বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। সোমবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তারপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। গত কয়েকমাস ধরেই বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করেছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। আন্দোলনের নেতৃত্বে রয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি)। গত সোমবার থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। তাতে ফল হিতে বিপরীত হয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমে এসেছেন কাশ্মীরের ছোট-বড় শহরের বাসিন্দারা। সমস্ত বাজারঘাট বন্ধ রয়েছে। দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঝুলছে তালা। সড়কেও নেই কোনও যানবাহন। গত সোমবারই মুজাফফরাবাদে বিক্ষোভকারীদের উপরে গুলি চালিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা...