০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম ইসলামিক রেভোল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো নতুন সংঘাত শুরু হলে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভারী, চূর্ণকারী ও চূড়ান্ত আঘাত হানবে ইরান। তিনি বলেন, শত্রুরা তাদের শত্রুতাকে কেবল সামরিক হুমকির মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, তারা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক স্থিতিস্থাপকতাকেও লক্ষ্যবস্তু করছে।তিনি আরো বলেন, প্রতিপক্ষরা ইরানকে একটি 'না যুদ্ধ না শান্তি' পরিস্থিতিতে রাখতে চায় এবং যুদ্ধের ক্রমাগত ভয়কে ব্যবহার করে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করতে চায়। নাইনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থা এবং এর সমর্থকদের বর্তমানে নতুন করে যুদ্ধ শুরু করার ক্ষমতা নেই। সাম্প্রতিক ১২ দিনের সংঘাত সত্ত্বেও, আইআরজিসি তার সক্ষমতার সামান্য অংশই সক্রিয় করেছিল— তবুও সেই সীমিত প্রতিক্রিয়াও...