তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় নিজের দলের এক জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার ঘটনায় সারাদেশজুড়ে নির্ধারিত সফর স্থগিত করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় আয়োজিত টিভিকে-র একটি জনসভায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই ছিলেন বিজয়ের একনিষ্ঠ সমর্থক। বুধবার (১ অক্টোবর) দলটির পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানানো হয়— প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন থাকায়, টিভিকে প্রধানের আগামী দুই সপ্তাহের জনসভা কর্মসূচি স্থগিত করা হচ্ছে। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, জনসভাস্থলে মাত্র ১০ হাজার লোকের ধারণক্ষমতা থাকলেও সেদিন ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। অপর্যাপ্ত খাদ্য, পানি ও বিশ্রামের ব্যবস্থা এবং সমন্বয়হীন নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনার প্রধান কারণ বলে তারা...