ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্স। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সংস্থাগুলো উদ্ধার তৎপরতার পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরায় সচল করার কাজ শুরু করেছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে সেবু প্রদেশের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। সিভিল ডিফেন্স দপ্তরের আঞ্চলিক তথ্য কর্মকর্তা জেন আবাপো নিহতের সংখ্যা ৬৯ জন বলে জানালেও, তা এখনও যাচাই-বাছাই চলছে। ভূকম্পন কেন্দ্রের কাছাকাছি বোগো শহরের হাসপাতালগুলো এখন রোগীতে উপচে পড়ছে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেহান্দ্রো। রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র...