কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মিছিলে অংশ নেন- জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী। এ সময় জামায়াত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেফতারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করেন। তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ...