সিলেট:আওয়ামী লীগের প্রতিটি ফেসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনাটি নিজেদের বক্তব্য নয় বলে দাবি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। বুধবার (০১ অক্টোবর) দুপুরে এসএমপি কমিশনার কার্যালয়ে অপরাধ দমনে নগরবাসীর নিরাপত্তায় ‘জিনিয়া’ অ্যাপসের উদ্বোধনকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। সম্প্রতি সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন, মহানগরের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশ কমিশনারের দেওয়ার একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্দেশনাটিতে প্রতিদিন দু’জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করার কথাও উল্লেখ রয়েছে। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই নির্দেশনা প্রসঙ্গে আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘আমি এখানে যাগদান করার পর থেকে বলছি, আমরা একটা মানবিক পুলিশ চাই। আমাদের সব অফিসার এবং ফোর্সকে নির্দেশনা দেওয়া...