বর্তমান যুগে যখন অধিকাংশ মানুষ কম্পিউটার ও কী-বোর্ড ব্যবহার করে লেখালেখি করছেন, তখন হাতের লেখার গুরুত্ব কি কমেছে? ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই প্রশ্নের উত্তর দিয়েছেন – বিশেষ করে যদি লেখক একজন চিকিৎসক হন।আদালতের সাম্প্রতিক আদেশে বলা হয়েছে, পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার। কারণ অস্পষ্ট লেখার কারণে অনেক সময় রোগী ভুল ওষুধ গ্রহণ করতে পারেন এবং এত জীবন-মৃত্যুর মতো পার্থক্য তৈরি হতে পারে।বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও অনেক চিকিৎসকের হাতের লেখা অস্পষ্ট, এমনকি ফার্মাসিস্টরাও কখনো কখনো তা ভালোভাবে বুঝতে পারেন না। তবে এই সমস্যা শুধুই হাস্যরসের বিষয় নয়, বরং রোগীর সুরক্ষা ও সঠিক চিকিৎসার জন্য তা গুরুত্বপূর্ণ।ভারতের আদালতে এই আদেশটি এসেছে এক মামলার প্রেক্ষিতে। ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগসংক্রান্ত ওই মামলায় বিচারকরা বাদী নারীর চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন দেখেন। প্রতিবেদনের...