খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে সৃষ্টি হওয়া অস্থির পরিস্থিতি ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (১ অক্টোবর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের সই করা বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ির ঘটনার পর পুলিশ শয়ন শীল নামের একজনকে গ্রেফতার করলেও গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে ঘটনার সময় তাকে বাজারের দোকানে কেনাকাটা করতে দেখা গেছে। এছাড়া মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক জয়া চাকমার প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ধর্ষণের প্রমাণও মেলেনি। প্রতিবেদনে পরীক্ষার সব সূচক ‘স্বাভাবিক’ দেখানো হয়েছে। এমন পরস্পরবিরোধী তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। ডাকসু বলছে, যদি ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়, তবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে, যদি এটি সাজানো...