চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে মুখোশধারী তিন দুর্বৃত্ত শাহনাজের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ জানিয়েছিলেন, প্রতিবেশী নাছিমা বেগম সুদের টাকা না পেয়ে তাকে হুমকি দিয়ে আসছিলেন। এক লাখ টাকা ধার নেওয়ার পর অর্ধেক ফেরত দিলেও নাছিমা দেড় লাখ টাকার দাবি করেন। এ নিয়ে একাধিকবার সালিশ ও মামলার পরও সমাধান হয়নি। এরই জের ধরে...