নোয়াখালী: নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, আমরা নির্বাচনের পাইপলাইনে ডুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে। ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের জনগণের সরকার গঠন করতে পারবে। যে সংগঠনগুলো ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছে, তারা দুই একটা ইস্যু নিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে, আমরা মনে করি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অচিরেই নির্বাচনী রোডম্যাপে যোগ দেবে, যোগ করেন আবেদ। দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর-৫ আসনের (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) ২০টির বেশি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এসব কথা বলেন। বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ আরও বলেন, বিগত সময়ে...