হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হবিগঞ্জের লাখাই উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মনতৈল গ্রামে ফরিদ মিয়ার লোকজনের সঙ্গে নোয়াব আলীর লোকজনের সংঘর্ষ হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।আরো পড়ুন:ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ভাঙ্গুড়ায় যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষভাঙ্গায় আধিপত্য লড়াইয়ে নিহত বৃদ্ধ, আহত ২০ ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ভাঙ্গুড়ায় যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি...