ঢাকা: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন, তিনি জীবনে কখনো এমন 'নন সিরিয়াস' (গম্ভীরতাবিহীন) সরকার দেখেননি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চ্যানেল 24-এর 'মুক্তবাক' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাসুদ কামাল বলেন, "শুরুতে ড. ইউনূসের গঠিত উপদেষ্টা পরিষদ দেখে আমি হতাশ হয়ে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এদের দিয়ে কিছু হবে না। যদিও ওনার (ড. ইউনূসের) প্রতি ভরসা ছিল, ভাবছিলাম তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করবেন, যোগ্য লোকদের নিয়ে আসবেন—কিন্তু তিনি তা করেননি। তিনি এটিকে যেন একটি খেলা হিসেবে নিয়েছেন। এরকম নন সিরিয়াস গভর্মেন্ট আমি আগে কখনও দেখিনি।"তিনি আরও বলেন, "একজন প্রধান উপদেষ্টা কীভাবে বলেন, ‘আমরা তো এ জগতের লোক না’? ট্রায়াল বেসিসে কি একটি দেশ চালানো যায়?" ড. ইউনূসের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, "সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেউ কেউ...