বরগুনা জেলার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌপুলিশ। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন নৌপুলিশের সদস্যরা। এ সময় দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের...