পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল জেলার বাঙ্গরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা ডিবি ও দেবিদ্বার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ ১৩ আন্তঃজেলা ডাকাত পুলিশের জালে আটকা পড়ে। এছাড়া ডাকাত দলের মালামাল ক্রয়ের অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো: মুরাদনগরের উড়িরচর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. মনির হোসেন (৪০), দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহ আলম দুলাল (৪৮), ব্রাহ্মণপাড়ার সিধলাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৪), একই উপজেলার মোখলেছুর রহমানের ছেলে মাহবুব আলম (৩৮), সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের ইলিয়াছের ছেলে আলমগীর হোসেন (৩০), বুড়িচং উপজেলার জুরাইন মাইকপাড়া গ্রামের মৃত নসু মিয়ার ছেলে মো. আল আমিন (৩২), বরুড়ার মহেশপুর কাজী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে মো. কামাল হোসেন...