কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে বিভিন্ন বাড়িতে এ হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা আতা-হানিফের অনুসারী বদরুল আলম আন্টু, আক্কাচ আলী, হাসমতসহ প্রায় শতাধিক লোক ঝাউদিয়া ইউনিয়ন থেকে ভাড়া করে এনে এ হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা অন্তত অর্ধশত বাড়িতে হামলা চালায়, মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিল্টন সেখ জানান, বুধবার ভোরে কয়েক শ’ লোক গ্রামে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার বাড়ির পাশে থাকা দুটি পিকআপ ভেঙে ফেলা হয়, এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। শরিফুল সর্দ্দার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ গ্রামটিকে...