নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় সাঈদ বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাতে...