আটক বদরের বাবা মো. করিম বলেন, ‘আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদের খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। বদর গরুর বেপারি, সে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত না।’বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদানএ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’তবে কী কারণে বিএসএফ বদরকে আটক করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।এদিকে, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘জানতে পেরেছি আটক...