মৌলভীবাজার: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিনি গত ২৭ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান।এসময় তার সফর সঙ্গী ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট জনাব শাহ নেওয়াজ হোসেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন) এর সহকারী পরিচালক জনাব মো. জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, ৫নং কালাপুর ইউনিয়ন দলনেতা মনছুর আহমদ।পরিদর্শনকালে উপমহাপরিচালক মহোদয় পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।একইসঙ্গে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্তআনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার এবং...