ডিজিটাল কর্মকাণ্ডের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) GenieA App-এর উদ্বোধন করেন। এসএমপি কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেছেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া GenieA অ্যাপ। পুলিশ কমিশনার জানান, ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সাথে...