মনোয়ার হোসেন সিদ্দিকীবিবর্তনের ভাবনাকে প্রাধন্য দিয়ে দুর্গাপূজা আযোজন করেছে পুর্ব পয়রাডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটি। যা উপজেলার অন্যান্য মন্দিরের চেযে ভিন্নতা এনে দিযেছে এ মন্দিরকে। একদল উর্বর মস্তিস্কের তরুণের এ আয়োজন দেখতে দুর দুরান্ত থেকে আসছে সব বয়ষী ভক্ত, অনুরাগী ও পুজারীরা। গত কয়েক বছর থেকে অপ্রতিরোধ্য দুর্গা, সনাতন সংস্কৃতিসহ ভিন্ন ভাবনাকে ধারন করে ধারাবাহিকভাবে এ দুর্গাপুজা আয়োজন করে আসছে তারা। এবারের ভাবনা বিবর্তন। বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে অভ্যাস, ব্যাবহার, আচার, আচরন। আগে মানুষ বাঁশ ও মাটির তৈজষপত্র ব্যাবহার করলেও এখন সময়ের আধুনিকায়নে তা কমে গেছে। এর জায়গা দখল করে নিয়েছে আধুনিক সরঞ্জাম। মন্দিরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে এ সংক্রান্ত চিত্রকর্ম। বাঁশের চাটাই দেয়া হয়েছে মন্দিরের ভিতরে উপরি অংশে। অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এ মন্দিরের রুপ দেয়ার চেষ্টা...