রাঙামাটিতে পৃথক স্থানে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন দুজন। লংগদু ও নানিয়ারচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। লংগদুতে কাপ্তাই লেকে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে শিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়। সালমা বেগম এবং শিশু রানা ও মাসুমকে মৃত উদ্ধার করা হয়। তারা সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে হঠাৎ বাতাস আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। আছির উদ্দীন তার স্ত্রী-সন্তান ও ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদল তিনজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন লংগদু জোনের সদস্যরা।...