টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু। গতকাল মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। মাভাবিপ্রবির নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রাব্বিউল হাসান তানভী, ফাহিম মুবিন আকিব, রূপক মিয়া, সালাউদ্দিন, জোনাইদ হাসান, মুন্নাফ হোসেন, মুস্তাকিন, আল-আমিন, আশরাফুল আলম রবিন রিয়ান, মাহমুদুল হাসান পারভেজ, ফুয়াদ হাসান, সুমন মিয়া, আখিল আহমেদ, মোহাম্মদ আদনান, জামিল হোসেন এবং তানজিম আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- উদয় তালুকদার, আব্দুল হাদী, আরিফুল ইসলাম, রায়হান আহমেদ, আশরাফুল ইসলাম, মুবিন, সাকিব হোসেন,...