০১ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই আজম। বুধবার (১ অক্টোবর) তিনি চট্টগ্রামের আনোয়ারায় কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির এবং রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, ধর্মমত নির্বিশেষে বহুকাল ধরে আমরা বাঙালিরা দুর্গোৎসব উদযাপন করে আসছি। সে হিসেবে সনাতনীদের জন্য এটি দুর্গাপূজা হলেও সমাজের জন্য এটি দুর্গোৎসব। তাই এই দুর্গোৎসবকে সামনে রেখে রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী এবং স্থানীয় সকল জনসাধারণ একাকার হয়ে আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আছে, যাতে নির্বিঘ্নভাবে এই উৎসব...