ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অনুপ্রবেশকারীদের কারণে ভারতের জনসংখ্যা কাঠামোয় পরিবর্তন ঘটছে, যা দেশের বৈচিত্র্যের ঐক্যকে হুমকির মুখে ফেলেছে। এই পরিবর্তন শুধু সামাজিক সম্প্রীতি নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও একটি বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।মোদি বলেন, “ঐক্যের এই শক্তি যদি ভেঙে পড়ে, তাহলে ভারত দুর্বল হয়ে পড়বে।” বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস-এর এই অনুষ্ঠানে মোদির বক্তব্যে স্বাধীনতা দিবসে দেওয়া তার আগের ভাষণের প্রতিধ্বনি শোনা যায়। ১৫ আগস্ট দেওয়া ভাষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখনই তিনি ‘অনুপ্রবেশকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষায়’ ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা দিয়েছিলেন।মোদির অভিযোগ, অনুপ্রবেশকারীরা দেশের তরুণদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি বলেন, “এই কারণেই আমি ডেমোগ্রাফিক মিশনের...