পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু গত দু’দিন ধরে ঈশ্বরদী-আটঘরিয়ার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মহা অষ্টমীতে আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের বারোয়ারী কালী মন্দির, নিমতলা দুর্গামন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা ও উপহার প্রদান করেন। বুধবার বিকেলে নবমীতে তিনি ঈশ্বরদী পৌর এলাকা, মূলাডুলি, সাঁড়া ও সাহাপুরসহ বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পিন্টু আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় পিন্টুর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফিরোজ, সাবেক সদস্য সচিব বিষ্ণু কুমার সরকার, যুগ্ম-সম্পাদক আতাউর...