যশোরে বজ্রপাতে এক বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার পৃথক স্থানে আলাদা বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে প্রাণ হারানো দুজন হলো– যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এবং কেশবপুরের পাঁজিয়ার শামীম হোসেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত বলেন, ‘বৃষ্টির সময় আবদুল হাকিম (৬৫) মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।’ ওসি আরও বলেন, ‘কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের বাসিন্দা শামীম হোসেন...