বর্তমানে বাজারে জিনিসপত্রের লাগামহীন দাম বাড়ায় সাধারণ মানুষের জীবন যেন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এক অজানা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে যে টাকায় মাসের বাজার হতো, এখন তা সপ্তাহও টেকে না। বাজারে গেলেই যেন নতুন দামের ধাক্কা অপেক্ষা করে থাকে।শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রই নয়, চিকিৎসা ব্যয়ের ভারও দিন দিন বেড়ে চলেছে। ওষুধের দাম হঠাৎ করে কয়েক ধাপে বাড়ায় অসুস্থ হলে পরিবারের ওপর চাপ আরও বাড়ে। অনেক সময় চিকিৎসা করাতে গিয়ে মানুষকে ধার করতে হয়, এমনকি অনেকের ক্ষেত্রে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসারের অন্যান্য প্রয়োজনীয় খরচ কমিয়ে দিতে হয়। এতে মানসিক চাপও বেড়ে যায়।অন্যদিকে ঋণ ও ধার পরিশোধ নিয়েও মানুষের উদ্বেগ বাড়ছে। বাজারে টিকে থাকতে গিয়ে অনেকে নানা উপায়ে...