তিনি জানিয়েছেন, লটারিতে জেতা এ অর্থ সরাসরি নিজের রেস্তোরাঁ ব্যবসায় লাগাবেন তিনি। এছাড়া নিজের কমিউনিটির মানুষদেরও কিছু সহায়তা করবেন।আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত হবে। ওইদিন যে বিজয়ী হবেন তিনি পাবেন ২০ মিলিয়ন দিরহাম। এদিকে ৫০ হাজার দিরহাম জেতা এ বাংলাদেশি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবেন।সূত্র: গালফ নিউজনিউজজি/এস আর আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত...