অন্যদিকে বৃদ্ধ সাংরু রামের আকস্মিক মৃত্যুতে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরখানের আগে সাংরু রামের প্রথম স্ত্রী মারা যান। নিঃসন্তান হওয়ায় এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছিলেন তিনি। এ কারণে বিয়ে করার সিদ্ধান্ত নেন সাংরু। প্রতিবেশীরা তার এই সিদ্ধান্তের বিরোধীতা করলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন তিনি। প্রথমে আদালতে তাদের আইনি বিবাহ সম্পন্ন হয় এবং পরে স্থানীয় একটি মন্দিরে ঐতিহ্যবাহী রীতি...