টাঙ্গাইলের মধুপুরে ট্রাক চাপায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর পৌনে বারোটার দিকে মধুপুরের রূপালী ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, বুধবার (১ অক্টোবর) দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে স্বামী আপন (২৪) ও স্ত্রী ফারজানা আক্তার (১৮) তাঁদের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর মূলবাড়ীতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মধুপুরের রূপালী ফিলিং স্টেশনে পৌঁছালে জামালপুরগামী একটি ট্রাককে ওভারটেকিং করার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক আপন নিচে পড়ে যান। এতে আপন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী ফারজানা আক্তার ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি...