জ্যামে আটকে থাকা বাসযাত্রী আশরাফুল ইসলাম বলেন, বেলা ১১টায় কুমিল্লার উদ্দেশে গাড়িতে উঠেছি এখনো শিমরাইল মোড় পার হতে পারি নাই। এক ঘণ্টা পরপর গাড়ি একটু একটু করে আগায়। শাফায়েত নামে এক স্কুলশিক্ষার্থী জানায়, স্কুল বন্ধ দিয়েছে অনেক আগে, কিন্তু প্রাইভেট বন্ধ দিয়েছে মঙ্গলবার। তাই পূজার ছুটিতে নানুর বাসায় বেড়াতে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে বাসে বসে থাকতে থাকতে এখন ভালো লাগছে না। আমার অসুস্থ লাগছে। এ বিষয় শিমরাইল হাইওয়ে পুলিশের ওসি জুলহাস উদ্দিন বলেন, দড়িকান্দি এলাকায় রডবোঝাই একটি গাড়ি বিকল হওয়াতে যানজট সৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে গাড়িটি সরাতে একটু সময় লেগে যায়। এর পাশাপাশি পূজা উপলক্ষে গাড়ি ও মানুষের কয়েকগুণ চাপ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে যানজট সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে যানজট ছুটে গিয়েছে। ধীরে ধীরে গাড়ি পারাপার হচ্ছে। খুব দ্রুত এ সড়ক স্বাভাবিক...